সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ জুন ২০১৫
জাতীয় ফল প্রদর্শনী ২০১৫ এর সমাপনী
প্রকাশন তারিখ
: 2015-06-26
‘দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরবো দেশ’ এ প্রতিপাদ্য নিয়ে প্রতি বছরের মতো এবারও কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী ২০১৫-এর আয়োজন করা হয়। তিন দিনব্যাপী আয়োজিত মেলার শেষদিন ১৭ জুন ২০১৫ বিকেল ৫:০০ টায় ফার্মগেটস্থ আ.কা.মু গিয়াস উদ্দীন মিলকী অডিটরিয়ামে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আনোয়ার ফারুক, অতিরিক্ত সচিব ও মহাপরিচালক (বীজ), কৃষি মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ এ জেড এম মমতাজুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব বলেন, জাতীয় ফল প্রদর্শনী আয়োজনের মাধ্যমে আগত জনসাধারণ আমাদের দেশীয় ফলের সমৃদ্ধ ভান্ডার সম্পর্কে অবহিত হওয়ার সুযোগ পেয়েছেন। দেশীয় ফল চাষের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, আমাদের দেশীয় ফলের চাষ বাড়াতে হবে এবং পুষ্টি চাহিদা পূরণ ও ফল রপ্তানীর জন্য পদক্ষেপ নিতে হবে। অঞ্চল উপযোগী দেশীয় ফলের আবাদ বৃদ্ধির মাধ্যমে কৃষক ভাইয়েরা অধিক লাভবান হতে পারেন বলে তিনি মন্তব্য করেন। খাটো জাতের নারিকেল চাষের ওপর গুরুত্ব আরোপ করে কৃষি সচিব বলেন এসব জাতের নারিকেল চাষের বিস্তার ঘটাতে হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক (বীজ) বলেন বিগত কয়েক বছরে অধিক হারে ফলের গাছ রোপণে উদ্বুদ্ধকরণ ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ফলে এ বছর দেশীয় ফল বিশেষ করে আমের উৎপাদন বেশি হয়েছে এবং বাজারে সহজলভ্য হয়েছে। তিনি বিভিন্ন দেশীয় ফলের নতুন জাত উদ্ভাবনের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, আমাদের এমন জাত উদ্ভাবন করতে হবে যেগুলো দীর্ঘ সময় ধরে ফলন দেয়। এর মাধ্যমে বছর ব্যাপী ফল প্রাপ্তি, পুষ্টি চাহিদা নিশ্চিত হওয়া ও অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বি হতে পারবো।
অনুষ্ঠানের সভাপতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আমাদের দেশীয় ফলের আবাদ বৃদ্ধির জন্য মাঠ পর্যায়ের সম্প্রসারণকর্মীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ সুনীল চন্দ্র ধর, পরিচালক, হর্টিকালচার উইং।
পরিশেষে, অতিথিবৃন্দ জাতীয় ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ২০১৫ উপলক্ষে কৃষি তথ্য সার্ভিস কর্তৃক আয়োজিত শিশু চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের এবং ফল প্রদর্শনীর স্টলসমূহের মধ্যে বিজয়ী ও অংশগ্রহণকারী ব্যক্তি/প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করেন। ১৫-১৭ জুন পর্যন্ত ফল প্রদর্শনীর আয়োজন করা হলেও অংশগ্রহণকারী বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অনুরোধের প্রেক্ষিতে তাদের জন্য ১৯ জুন পর্যন্ত প্রদর্শনীর সময় বর্ধিত করা হয়।
পরিচালক
মোঃ মসীহুর রহমান
পরিচালক
কৃষি তথ্য সার্ভিস
বিস্তারিত...
কৃষিকথা সাবস্ক্রিপশন ও ভেন্যু বুকিং
কেন্দ্রীয় ই-সেবা
দুদক হটলাইন নম্বার
দুর্যোগের আগাম বার্তা (জরুরি হটলাইন)
টোল ফ্রি নাম্বার ১০৯০ এ ডায়াল করুন
জরুরি হেল্পলাইন নম্বর